ডিএসইতে লেনদেন কমেছে, অধিকাংশ শেয়ারের দরপতন

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৬

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিকভাবে দরপতন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন শেষে প্রধান সূচকগুলোতে পতন দেখা গেছে। 

দিনের শেষে ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির ১৩ কোটি ২৩ লাখ ৯ হাজার ৬৫৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৮৫ কোটি ৪৯ লাখ ১৪ হাজার ৩৫৩ টাকা।

প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ১৮ পয়েন্ট কমে ৪,৯৮৬ দশমিক ৮৯ পয়েন্টে নেমে আসে। ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১,৯৪০ দশমিক ৫১ পয়েন্টে এবং শরীয়াহ ভিত্তিক ডিএসইএস সূচক ১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১,০৪৪ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। 

আজ বুধবার লেনদেন হওয়া মোট ৪০০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৭০টির শেয়ারদাম বেড়েছে, ২৬৭টির কমেছে এবং ৬৩টি কোম্পানির দাম অপরিবর্তিত ছিল।

লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি: ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, সিভিও পিআরএল, মনোস্পুল, খান ব্রাদার্স পিপি, বিএসসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি: আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, এনসিসিবিএল মি. ফা. ১, সামিট অ্যালায়েন্স পোর্ট, মনোস্পুল, ইবিএরএনআরবি মি. ফা., গ্রিন ডেল্টা মি. ফা. ও বিএসসি।

দর পতনে শীর্ষ ১০ কোম্পানি: ওআম্যাক্স ইলেক্ট্রোড, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, আইএসএন, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, ইনটেক লি., বিআইএফসি, প্যাসিফিক ডেনিমস ও এসএস স্টিল।

আজকে বাজারে নেতিবাচক প্রবণতা ছিল বিশেষত ‘এ’ ক্যাটাগরির শেয়ারে, যেখানে ২২১টির মধ্যে ১৫২টির দরপতন হয়েছে এবং মাত্র ৩৬টির দর বেড়েছে।

‘বি’ ক্যাটাগরিতে ১২টি শেয়ার বাড়লেও ৬১টি কমেছে। ‘জেড’ ক্যাটাগরি শেয়ারের মধ্যেও ২২টি বেড়েছে এবং ৫৪টির মূল্য কমেছে। এন-ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।

মিউচ্যুয়াল ফান্ড সেক্টরে ৩৫টির মধ্যে ১৪টির দর কমেছে এবং করপোরেট বন্ডেও ছয়টির মধ্যে তিনটির দরপতন হয়েছে। সরকারি সিকিউরিটিজে একটির মধ্যে দর কমেছে একটিতেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
১০