জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:২৭ আপডেট: : ১৫ জুলাই ২০২৫, ১৭:৪৪
জুলাই কন্যা দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই কন্যাদের নিয়ে রিকশা র‌্যালি  ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না। যতবার এ দেশে অন্যায় হবে, অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যারা প্রতিবার ধেয়ে আসবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই কন্যা দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই কন্যাদের নিয়ে রিকশা র‌্যালি  ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন।

সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই কন্যা উমামা ফাতেমা, জুলাই শহীদ নাইমা সুলতানার মা, শহীদ নাফিসার বাবা জুলাই আন্দোলনে সহযোদ্ধা ও শহীদদের অনুভূতির কথা ব্যক্ত করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই রিকশা চালক যোদ্ধা, বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই কন্যারা আমাদের অনুপ্রেরণা। এ জুলাইয়ে তোমরা তোমাদের এক একটা উজ্জ্বল শক্তিময় রূপে নতুন বাংলাদেশের সূচনা করেছো।

তিনি বলেন, জুলাই মানে অত্যাচারীর অবসান, অন্যায়ের অবসান, জুলাই মানে কন্যাদের, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার সময়। জুলাই মানে আমি ভয় পাবো না, আমি প্রতিবার ধেয়ে ধেয়ে আসবো, যতবার অন্যায় হবে যতবার অবিচার হবে, ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাইয়ের কন্যারা বারবার ফিরে আসবে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই কন্যাদের শপথবাক্য পাঠ করান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিনের মাংসসহ দুই পাচারকারী আটক
বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সুইস দূতাবাসের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান : ফিরে দেখা সিলেট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৯৬
ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্রে কোকা-কোলায় আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
নাটোরে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
১০