ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার এর নতুন নাট্য প্রযোজনা ‘আত্মজয়’।
সামাজিক বার্তায় অনুপ্রাণিত এ নাটকটির রচয়িতা খ্যাতনামা মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মোমেনা চৌধুরী এবং নির্দেশক শামীম সাগর।
‘আত্মজয়’ নাটকটি মূলত আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর ভিত্তি করে নির্মিত। সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। তবে, ‘আত্মহত্যা প্রতিরোধ সম্ভব, যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং মানসিক সহায়তা প্রদান করি’, মূলত এ বার্তাটিই তুলে ধরবে এ মঞ্চনাটক।
নাটকের রচয়িতা মোমেনা চৌধুরী নাটকটি সম্পর্কে বলেন, থিয়েটার আমার কাছে শুধুই বিনোদন নয়, এটি সমাজের দর্পণ, ভাবনার খোরাক, এবং পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আমি সবসময় সমাজের সমসাময়িক এবং জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, বিশেষ করে তরুণ সমাজে। মানসিক চাপ, পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতা, প্রতিযোগিতার অসুস্থ সংস্কৃতি—সবকিছু মিলিয়ে অনেকেই একাকীত্বে নিমজ্জিত হচ্ছে, হারিয়ে ফেলছে বেঁচে থাকার ইচ্ছে। আমরা কি সত্যিই কিছু করতে পারি না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ‘আত্মজয়’ রচনার প্রয়াস।
তিনি বলেন, ‘আত্মজয়’ আমাদের মনে করিয়ে দেয়—জীবন কখনো থেমে থাকে না, আমরাও থামতে পারি না। নতুন স্বপ্ন দেখব, নতুন করে শুরু করব। যদি এই নাটক অন্তত একজন মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিতে পারে, তবে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।
নির্দেশক শামীম সাগর বলেন, আত্মহত্যা প্রবণতা একটি জটিল সামাজিক ও মানসিক বিষয়, যা বিভিন্ন সমাজ ও দর্শনে ভিন্নভাবে বিবেচিত হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের মতে, এটি একটি সাময়িক সংকট, যা প্রতিরোধযোগ্য। সাংস্কৃতিক মাধ্যমে সচেতনতা তৈরি করে আমরা এ ধরনের সংকট মোকাবিলার পথ দেখাতে পারি, এবং সেই চেষ্টাই রয়েছে ‘আত্মজয়’-এ।
‘আত্মজয়’ শুধুমাত্র একটি নাটক নয়, বরং এটি জীবনকে আঁকড়ে ধরার এবং আত্মপ্রত্যয় পুনরুজ্জীবিত করার বার্তা বহন করে।
নাটকটিতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, মুনিরা অবনী, রাফিউল রকি এবং তানভীর সানি। এর মঞ্চ পরিকল্পনা করেছেন খ্যাতিমান অভিনেতা প্রাণ রায়, সংগীত পরিকল্পনায় নির্ঝর চৌধুরী এবং শিল্প নির্দেশনায় আছেন শাহনেওয়াজ কাকলী।
উল্লেখ্য, শূন্যন রেপার্টরি থিয়েটার বাংলাদেশের অন্যতম একটি পেশাদার নাট্যসংগঠন। ২০১১ সালে মোমেনা চৌধুরী-এর নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয়। শূন্যন রেপার্টরি থিয়েটারের জনপ্রিয় প্রযোজনার মধ্যে রয়েছে ‘লালজমিন’, ‘মৃত্যু মৃত্যু খেলা’ এবং ‘রঙিন চরকি’ ইত্যাদি।