ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ আয়োজিত জাতীয় নাট্যশালায় দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে ৮টি বিভাগের নির্বাচিত ১৬টি নাটক নিয়ে চলছে মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫।
আজ বুধবার সন্ধ্যা ৭ টায় নাটক ‘ইনকিলাব’ মঞ্চায়ন করবে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন তারেক তাশহাদ। রাত ৮টায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং নূর-ই-নাজনীন নির্দেশিত ‘বাল্মীকি প্রতিভা’ মঞ্চায়ন করবে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।
আগামীকাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘কবর কিংবা শ্মশানের গল্প’ মঞ্চায়ন করবে। প্রযোজনার রচনা ও নির্দেশনায় রয়েছেন শাহীন রহমান। রাত ৮টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অপূর্ব গোমস্তা ঋক্ রচিত ও নির্দেশিত নাটক ‘মায়াজাল’ মঞ্চায়ন করবে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহরিয়া খান পলাশ (শহীদ আনাস এর বাবা) এবং সানজিদা খান দিপ্তী (শহীদ আনাস এর মা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান।
দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে ৮টি বিভাগের নির্বাচিত ১৬ টি নাটক নিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে এই নাট্যোৎসব শুরু হয়। নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।