বইমেলায় ‘জাগো বীর নয়া শতাব্দীর‘ বইয়ের মোড়ক উন্মোচন

বাসস
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮
বইমেলায় ‘জাগো বীর নয়া শতাব্দীর‘ বইয়ের মোড়ক উন্মোচন। ছবি: বাসস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিশিষ্ট শিশু সাহিত্যিক ও প্রখ্যাত সংগঠক ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মের স্বপ্ন বিনির্মাণে ড. আহসান হাবীব ইমরোজ একজন অসামান্য সফল বক্তা, ক্ষুরধার লেখক এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস। তাঁর প্রথম বই ‘মোরা বড় হতে চাই‘ আমার জানা মতে বাংলাদেশে বিক্রির রেকর্ড গড়েছে।

তিনি আজ বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গনে ‘জাগো বীর নয়া শতাব্দীর‘ নামক জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের অন্যান্য বীরদেরকে নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন।  বইটি প্রকাশ করেছে তালবিয়া প্রকাশন।

মোড়ক উন্মোচনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন ড. চৌধুরী মাহমুদ হাসান, অধ্যক্ষ আশরাফুল হক, শহীদ আনাসের পিতা শাহরিয়া খান, প্রফেসর ডাক্তার রুহুল আমিন, আহসান হাবিব মাসুদ, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মেম্বার সেক্রেটারি মো. সিকান্দার আলী খান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, মানারত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ড. রুহুল আমিন রব্বানী, জনপ্রিয় লেখক আলী আহমেদ মাবরুর, তরুণ লেখক ও বইটির সম্পাদক লাবীব আহসান ও বইটির প্রকাশক কবি আতিফ আবু বকর প্রমুখ।

লেখক ড. আহসান হাবীব ইমরোজ বলেন, গত কিছুদিন আগেও নিউজ হয়েছে ভূমধ্যসাগরে ১৮ জনের লাশ পাওয়া গেছে। যে সাগরের আশপাশে অনেকগুলো রাষ্ট্র আছে কিন্তু বাংলাদেশ নেই। অথচ সবগুলো লাশই বাংলাদেশীদের। আজকে বাংলাদেশের তরুণদের সামনে এভাবেই দিক নির্দেশনা না থাকাতে বিভিন্ন জায়গায় যেয়ে জীবন দিচ্ছে অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের তরুণরা গুগলের সিইও হচ্ছে, মাইক্রোসফট এর প্রধান হচ্ছে। আমাদের তরুণদেরকে দিকনির্দেশনা দিতে পারলে ওরা জুলাইয়ের বিপ্লবের মতো বিপ্লব ঘটাতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে আইনজীবী ফেরামের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় 
মার্শের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা
ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
১০