ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিশিষ্ট শিশু সাহিত্যিক ও প্রখ্যাত সংগঠক ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মের স্বপ্ন বিনির্মাণে ড. আহসান হাবীব ইমরোজ একজন অসামান্য সফল বক্তা, ক্ষুরধার লেখক এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস। তাঁর প্রথম বই ‘মোরা বড় হতে চাই‘ আমার জানা মতে বাংলাদেশে বিক্রির রেকর্ড গড়েছে।
তিনি আজ বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গনে ‘জাগো বীর নয়া শতাব্দীর‘ নামক জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের অন্যান্য বীরদেরকে নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন। বইটি প্রকাশ করেছে তালবিয়া প্রকাশন।
মোড়ক উন্মোচনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন ড. চৌধুরী মাহমুদ হাসান, অধ্যক্ষ আশরাফুল হক, শহীদ আনাসের পিতা শাহরিয়া খান, প্রফেসর ডাক্তার রুহুল আমিন, আহসান হাবিব মাসুদ, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মেম্বার সেক্রেটারি মো. সিকান্দার আলী খান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, মানারত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান ড. রুহুল আমিন রব্বানী, জনপ্রিয় লেখক আলী আহমেদ মাবরুর, তরুণ লেখক ও বইটির সম্পাদক লাবীব আহসান ও বইটির প্রকাশক কবি আতিফ আবু বকর প্রমুখ।
লেখক ড. আহসান হাবীব ইমরোজ বলেন, গত কিছুদিন আগেও নিউজ হয়েছে ভূমধ্যসাগরে ১৮ জনের লাশ পাওয়া গেছে। যে সাগরের আশপাশে অনেকগুলো রাষ্ট্র আছে কিন্তু বাংলাদেশ নেই। অথচ সবগুলো লাশই বাংলাদেশীদের। আজকে বাংলাদেশের তরুণদের সামনে এভাবেই দিক নির্দেশনা না থাকাতে বিভিন্ন জায়গায় যেয়ে জীবন দিচ্ছে অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের তরুণরা গুগলের সিইও হচ্ছে, মাইক্রোসফট এর প্রধান হচ্ছে। আমাদের তরুণদেরকে দিকনির্দেশনা দিতে পারলে ওরা জুলাইয়ের বিপ্লবের মতো বিপ্লব ঘটাতে পারবে।