আগামী ১২-১৩ এপ্রিল নিউইয়র্কে বাংলা নববর্ষ উদযাপন করা হবে

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭ আপডেট: : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭
প্রতীকী ছবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা আগামী ১২-১৩ এপ্রিল নিউইয়র্ক সিটিতে বাংলা নববর্ষ উদযাপন করবেন।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচিতে মঙ্গল শোভাযাত্রা, পুতুলনাচ, বায়োস্কোপ, থিয়েটার, লোকসঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলির সহযোগিতায় অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এই অনুষ্ঠানের আয়োজন করবে।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় শত শত সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

নিউইয়র্ক স্টেট সিনেট সম্প্রতি ১৪ এপ্রিল ২০২৫ তারিখকে নিউইয়র্ক রাজ্যে 'বাংলা নববর্ষ দিবস' হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করেছে।

প্রস্তাবে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যে বাংলা নববর্ষের উৎপত্তি এবং এটি মূলত বেশিরভাগ উদযাপনকারীদের জন্য একটি ধর্মনিরপেক্ষ ছুটির দিন এবং সঙ্গীত, নৃত্য এবং চারুকলার মাধ্যমে বিভিন্ন ধর্ম ও পটভূমির লোকেরা এটি উপভোগ করে।

প্রস্তাবে বলা হয়েছে, নববর্ষের দিন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী গণ শোভাযাত্রাকে ২০১৬ সালে ইউনেস্কো একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে এবং এটি মানবতার ঐতিহ্য হিসেবে প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব: শফিকুর রহমান 
সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন
১০