আগামী ১২-১৩ এপ্রিল নিউইয়র্কে বাংলা নববর্ষ উদযাপন করা হবে

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭ আপডেট: : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭
প্রতীকী ছবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা আগামী ১২-১৩ এপ্রিল নিউইয়র্ক সিটিতে বাংলা নববর্ষ উদযাপন করবেন।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচিতে মঙ্গল শোভাযাত্রা, পুতুলনাচ, বায়োস্কোপ, থিয়েটার, লোকসঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলির সহযোগিতায় অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এই অনুষ্ঠানের আয়োজন করবে।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় শত শত সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

নিউইয়র্ক স্টেট সিনেট সম্প্রতি ১৪ এপ্রিল ২০২৫ তারিখকে নিউইয়র্ক রাজ্যে 'বাংলা নববর্ষ দিবস' হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করেছে।

প্রস্তাবে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যে বাংলা নববর্ষের উৎপত্তি এবং এটি মূলত বেশিরভাগ উদযাপনকারীদের জন্য একটি ধর্মনিরপেক্ষ ছুটির দিন এবং সঙ্গীত, নৃত্য এবং চারুকলার মাধ্যমে বিভিন্ন ধর্ম ও পটভূমির লোকেরা এটি উপভোগ করে।

প্রস্তাবে বলা হয়েছে, নববর্ষের দিন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী গণ শোভাযাত্রাকে ২০১৬ সালে ইউনেস্কো একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে এবং এটি মানবতার ঐতিহ্য হিসেবে প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়াকাটা মহাসড়কে পাঁচ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ
জাতীয় জীবন ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেফতার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
১০