আগামী ১২-১৩ এপ্রিল নিউইয়র্কে বাংলা নববর্ষ উদযাপন করা হবে

বাসস
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭ আপডেট: : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭
প্রতীকী ছবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা আগামী ১২-১৩ এপ্রিল নিউইয়র্ক সিটিতে বাংলা নববর্ষ উদযাপন করবেন।

আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচিতে মঙ্গল শোভাযাত্রা, পুতুলনাচ, বায়োস্কোপ, থিয়েটার, লোকসঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলির সহযোগিতায় অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এই অনুষ্ঠানের আয়োজন করবে।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় শত শত সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

নিউইয়র্ক স্টেট সিনেট সম্প্রতি ১৪ এপ্রিল ২০২৫ তারিখকে নিউইয়র্ক রাজ্যে 'বাংলা নববর্ষ দিবস' হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করেছে।

প্রস্তাবে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যে বাংলা নববর্ষের উৎপত্তি এবং এটি মূলত বেশিরভাগ উদযাপনকারীদের জন্য একটি ধর্মনিরপেক্ষ ছুটির দিন এবং সঙ্গীত, নৃত্য এবং চারুকলার মাধ্যমে বিভিন্ন ধর্ম ও পটভূমির লোকেরা এটি উপভোগ করে।

প্রস্তাবে বলা হয়েছে, নববর্ষের দিন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী গণ শোভাযাত্রাকে ২০১৬ সালে ইউনেস্কো একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে এবং এটি মানবতার ঐতিহ্য হিসেবে প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
১০