ঢাকা, ২ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী টেরাকোটা ফলক নির্মাণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে গুণগত মান বিবেচনায় ১০ জন শিল্পীকে পুরস্কার এবং অংশগ্রহণকারী ৬২ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অনারারি প্রফেসর ড. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।