বগুড়ায় কনসার্টের ভেন্যু নির্বাচনে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিনিধিদল

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৭:৫৭
বগুড়ায় কনসার্টের ভেন্যু নির্বাচনে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিনিধিদল। ছবি: বাসস

বগুড়া, ২১ মার্চ ২০২৫ (বাসস): মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১১ এপ্রিল দেশী শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। দেশের শিল্প সংস্কৃতি এগিয়ে নিতে  সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। 

কনসার্ট আয়োজনের স্থান নির্বাচনে আজ সকালে বগুড়ায় দু’টি ভেন্যু পরিদর্শন করেছেন ‘সবার আগে বাংলাদেশ’র প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলীয় নেতারা। 

জানা গেছে, দেশের চারটি বিভাগে একযোগে এসব অনুষ্ঠানে দেশের শিল্পীরা অংশগ্রহণ করবেন। ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট’র জন্য ভেন্যু নির্বাচনের লক্ষ্যে বগুড়ার ঐতিহাসিক ‘আলতাফুন্নেছা খেলার মাঠ’ ও ‘সরকারি আজিজুল হক কলেজ  খেলার মাঠ’ পরিদর্শন করেছেন সংগঠনটির প্রতিনিধিদল।

এ বিষয়ে বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, দেশীয় শিল্পীরা এই কনসার্টে গান গাইবেন। দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সংগীত শিল্পীদের নিয়েই এই কনসার্ট হবে। বিদেশি শিল্পী নয় বরং আমাদের দেশের শিল্পীদের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সবার মাঝে তুলে ধরাই মূলত ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের মূল উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প ফেডের সমালোচনা করতে ‘স্বাধীন’, বললেন জ্যেষ্ঠ কর্মকর্তা
সিগন্যালগেট কেলেঙ্কারির পর সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ 
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
টেকসই সরকারি ক্রয় সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলার দাবি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুদকের অভিযান
কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদকাসক্ত বললেন সাবেক মন্ত্রী
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
টেক্সাসের ‘ট্রাম্প বার্গার’-এ প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ১০০ দিন উদযাপন
১০