বগুড়ায় কনসার্টের ভেন্যু নির্বাচনে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিনিধিদল

বাসস
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৭:৫৭
বগুড়ায় কনসার্টের ভেন্যু নির্বাচনে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিনিধিদল। ছবি: বাসস

বগুড়া, ২১ মার্চ ২০২৫ (বাসস): মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১১ এপ্রিল দেশী শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। দেশের শিল্প সংস্কৃতি এগিয়ে নিতে  সংগঠনটি কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। 

কনসার্ট আয়োজনের স্থান নির্বাচনে আজ সকালে বগুড়ায় দু’টি ভেন্যু পরিদর্শন করেছেন ‘সবার আগে বাংলাদেশ’র প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলীয় নেতারা। 

জানা গেছে, দেশের চারটি বিভাগে একযোগে এসব অনুষ্ঠানে দেশের শিল্পীরা অংশগ্রহণ করবেন। ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট’র জন্য ভেন্যু নির্বাচনের লক্ষ্যে বগুড়ার ঐতিহাসিক ‘আলতাফুন্নেছা খেলার মাঠ’ ও ‘সরকারি আজিজুল হক কলেজ  খেলার মাঠ’ পরিদর্শন করেছেন সংগঠনটির প্রতিনিধিদল।

এ বিষয়ে বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, দেশীয় শিল্পীরা এই কনসার্টে গান গাইবেন। দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সংগীত শিল্পীদের নিয়েই এই কনসার্ট হবে। বিদেশি শিল্পী নয় বরং আমাদের দেশের শিল্পীদের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সবার মাঝে তুলে ধরাই মূলত ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের মূল উদ্দেশ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়াকাটা মহাসড়কে পাঁচ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ
জাতীয় জীবন ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেফতার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
১০