শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ৭ দিনব্যাপী নাট্যনির্মাণ কর্মশালা

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২১:৪৩

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাত দিনব্যাপী ‘পট নৃত্য’ কর্মশালা এবং ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়েছে, কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের বয়সসীমা ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পট নৃত্য কর্মশালার ক্ষেত্রে অংশ্রহণকারীদের নৃত্য বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা এবং লাঠি খেলায় নাট্যভাষা শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে লাঠি খেলার বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে। 

কোনো প্রতিষ্ঠান থেকে আগ্রহী অংশগ্রহণকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যায়ন থাকতে হবে। 

কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসন ভবনের প্রশিক্ষণ বিভাগ থেকে সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে পারবে। ‘পট নৃত্য’ কর্মশালার আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৭ এপ্রিল।

‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালার আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৫ এপ্রিল এবং নির্বাচনী পরীক্ষা ১৬ এপ্রিল বিকেল ৫ টা।
 
বিস্তারিত তথ্যের জন্য ০১৭২৯-৭১০৬৪৩ ও ০১৯১৭-৯৩৯৯৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়াকাটা মহাসড়কে পাঁচ বাসে অভিযানে ৯০০ কেজি জাটকা জব্দ
জাতীয় জীবন ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেফতার
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
বিদ্যুৎ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই : বিইপিআরসি চেয়ারম্যান
বাংলাদেশ ও জাপানের কৃষি বিষয়ক যৌথ কার্যকরী গ্রুপের ২য় সভা অনুষ্ঠিত
৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক
অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বন্ধ করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধনে ইসির পরিপত্র
ঢাবি ছাত্রদলের আয়োজনে টিএসসিতে নবান্ন উৎসব বৃহস্পতিবার
১০