শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ৭ দিনব্যাপী নাট্যনির্মাণ কর্মশালা

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২১:৪৩

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাত দিনব্যাপী ‘পট নৃত্য’ কর্মশালা এবং ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও জানানো হয়েছে, কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের বয়সসীমা ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পট নৃত্য কর্মশালার ক্ষেত্রে অংশ্রহণকারীদের নৃত্য বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা এবং লাঠি খেলায় নাট্যভাষা শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে লাঠি খেলার বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে। 

কোনো প্রতিষ্ঠান থেকে আগ্রহী অংশগ্রহণকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যায়ন থাকতে হবে। 

কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসন ভবনের প্রশিক্ষণ বিভাগ থেকে সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে পারবে। ‘পট নৃত্য’ কর্মশালার আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৭ এপ্রিল।

‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালার আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৫ এপ্রিল এবং নির্বাচনী পরীক্ষা ১৬ এপ্রিল বিকেল ৫ টা।
 
বিস্তারিত তথ্যের জন্য ০১৭২৯-৭১০৬৪৩ ও ০১৯১৭-৯৩৯৯৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ যাত্রী নিহত
প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরায় জামায়াতের মিছিল
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আমাকে জনতার মঞ্চে নিয়ে এসেছেন: এটিএম আজহারুল ইসলাম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের আলোচনার ইঙ্গিত
অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য চিরতরে বিদায় করতে চাই : নাহিদ ইসলাম
রোমে জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪৫
নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা 
১০