ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাত দিনব্যাপী ‘পট নৃত্য’ কর্মশালা এবং ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরও জানানো হয়েছে, কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের বয়সসীমা ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পট নৃত্য কর্মশালার ক্ষেত্রে অংশ্রহণকারীদের নৃত্য বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা এবং লাঠি খেলায় নাট্যভাষা শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে লাঠি খেলার বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে।
কোনো প্রতিষ্ঠান থেকে আগ্রহী অংশগ্রহণকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যায়ন থাকতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসন ভবনের প্রশিক্ষণ বিভাগ থেকে সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে পারবে। ‘পট নৃত্য’ কর্মশালার আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৭ এপ্রিল।
‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালার আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৫ এপ্রিল এবং নির্বাচনী পরীক্ষা ১৬ এপ্রিল বিকেল ৫ টা।
বিস্তারিত তথ্যের জন্য ০১৭২৯-৭১০৬৪৩ ও ০১৯১৭-৯৩৯৯৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।