ভারতের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১১:২৫ আপডেট: : ০১ আগস্ট ২০২৫, ১১:৩২
কোলাজ : বাসস

ঢাকা, ১ আগস্ট, ২০২৫ (বাসস) : ভারতের এক স্কুলছাত্রীকে ছুরি দেখিয়ে ভয় দেখানোর একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই অপচেষ্টা শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধানে শনাক্ত হয় যে, কিশোরীর গলায় ছুরি ধরার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের মহারাষ্ট্রের। বাংলাদেশে এক কিশোরীর গলায় কিশোর গ্যাংয়ের সদস্য ছুরি ধরেছে, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে।

তবে অনুসন্ধানে বাংলাফ্যাক্ট নিশ্চিত হয়েছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারা জেলার ঘটনা।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওর কিছু কি-ফ্রেম, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খুঁজে পাওয়া যায় ভারতের গণমাধ্যম টাইমস্নাও-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, গত ২২ জুলাই সাতারার কারাঞ্জের বাসাপ্পা পেঠের করাদ রোড এলাকায় রাস্তার মাঝখানে এক যুবক এক স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।

সাতারার পুলিশ সুপার তুষার দোশি গণমাধ্যমটিকে জানান, ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

বাংলাফ্যাক্ট জানায়, ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর ও মিথ্যা।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ গুজব, ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে কাজ করছে। সঠিক তথ্য যাচাই ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত ফ্যাক্টচেক প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে
মুক্তিযোদ্ধাদের স্বপ্নের শোষণমুক্ত ও কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প 
বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের ৫৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান
সৌদি আরবে অপহরণ, দেশে মুক্তিপণ আদায় চক্রের সদস্য গ্রেফতার
কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
১০