ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত ফ্যাক্টওয়াচের

বাসস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:১৪

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): দৈনিক প্রথম আলোর আদলে ফটোকার্ডে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। 

ফ্যাক্টওয়াচ জানায়, 'শাহবাগে শেখ হাসিনার ফাঁসির অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেল জুলাই যোদ্ধার’- এমন দাবিযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি ভাইরাল হয়।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছড়িয়ে পড়া এই কার্ডটি দৈনিক প্রথম আলোর ফটোকার্ডের আদলে তৈরি করা হয়েছে। তবে প্রথম আলো থেকে এধরনের কোন সংবাদ বা কার্ড প্রকাশিত হয়নি। 

জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় শাহবাগ মোড়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়। তখন একটি কুশপুত্তলিকা ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড প্রতীকীভাবে কার্যকর করা হয়। একাধিক সংবাদমাধ্যমের ক্যামেরায় ঘটনাটি ধারণ করা হয়। 

ওই অনুষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কারও প্রাণহানি হয়নি। এ ধরনের সংবাদ দেশের কোন গণমাধ্যমে প্রকাশ বা প্রচার হয়নি। ভাইরাল বিষয়টি মিথ্যা ও ভুয়া বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা 
চট্টগ্রামে সরকারি ওষুধ বিক্রির দায়ে এক ব্যক্তির ১৪ বছরের জেল
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯৭ মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ২৩ জঙ্গি নিহত
রাসিকের নয়া প্রশাসকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শুরু
শ্রীলংকার কাছে হারল বাংলাদেশ ‘এ’ দল
রংপুরে ভোটকেন্দ্র ও কক্ষ পুনর্বিন্যাসে ব্যস্ত প্রশাসন
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
১০