সামান্তা শারমিনের বাসা থেকে টাকা উদ্ধারের ভিডিওটি ভুয়া: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৪০ আপডেট: : ১৩ আগস্ট ২০২৫, ১০:৪৮

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের পুরোনো ভিডিও ব্যবহার করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী সামান্তা শারমিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি সামান্তা শারমিনের নয়। এটি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর টাকা ও স্বর্ণ উদ্ধারের দৃশ্য। তখন র‌্যাব নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করে। এর আগে সেই বছরের ১৩ জানুয়ারি তারা সিআইডির হাতে গ্রেফতার হন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। একই তথ্য সেই সময় দ্য ডেইলি স্টার, যমুনা টেলিভিশন এবং বিডিনিউজ টুয়েন্টিফোরের প্রতিবেদনেও প্রকাশিত হয়েছিল।

বাংলাফ্যাক্ট বলেছে, গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে সামান্তা শারমিনের বাসা থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের কোনো প্রমাণ মেলেনি। আসলে, আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে র‌্যাবের অভিযানের পুরোনো ভিডিও সামান্তা শারমিনের নামে ছড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণকে সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টন দাবি 
হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: আমীর খসরু 
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর  
জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা
মানিকগঞ্জ পরিদর্শনে সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর 
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
১০