সামান্তা শারমিনের বাসা থেকে টাকা উদ্ধারের ভিডিওটি ভুয়া: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৪০ আপডেট: : ১৩ আগস্ট ২০২৫, ১০:৪৮

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের পুরোনো ভিডিও ব্যবহার করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী সামান্তা শারমিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি সামান্তা শারমিনের নয়। এটি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর টাকা ও স্বর্ণ উদ্ধারের দৃশ্য। তখন র‌্যাব নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করে। এর আগে সেই বছরের ১৩ জানুয়ারি তারা সিআইডির হাতে গ্রেফতার হন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। একই তথ্য সেই সময় দ্য ডেইলি স্টার, যমুনা টেলিভিশন এবং বিডিনিউজ টুয়েন্টিফোরের প্রতিবেদনেও প্রকাশিত হয়েছিল।

বাংলাফ্যাক্ট বলেছে, গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে সামান্তা শারমিনের বাসা থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের কোনো প্রমাণ মেলেনি। আসলে, আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে র‌্যাবের অভিযানের পুরোনো ভিডিও সামান্তা শারমিনের নামে ছড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণকে সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০