সামান্তা শারমিনের বাসা থেকে টাকা উদ্ধারের ভিডিওটি ভুয়া: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৪০ আপডেট: : ১৩ আগস্ট ২০২৫, ১০:৪৮

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের পুরোনো ভিডিও ব্যবহার করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী সামান্তা শারমিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বাসা থেকে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে দাবি করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটি সামান্তা শারমিনের নয়। এটি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী এলাকায় আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর টাকা ও স্বর্ণ উদ্ধারের দৃশ্য। তখন র‌্যাব নগদ ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর কাগজ, ১ কেজি সোনা, বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করে। এর আগে সেই বছরের ১৩ জানুয়ারি তারা সিআইডির হাতে গ্রেফতার হন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। একই তথ্য সেই সময় দ্য ডেইলি স্টার, যমুনা টেলিভিশন এবং বিডিনিউজ টুয়েন্টিফোরের প্রতিবেদনেও প্রকাশিত হয়েছিল।

বাংলাফ্যাক্ট বলেছে, গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে সামান্তা শারমিনের বাসা থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের কোনো প্রমাণ মেলেনি। আসলে, আওয়ামী লীগের সাবেক নেতার বাসা থেকে র‌্যাবের অভিযানের পুরোনো ভিডিও সামান্তা শারমিনের নামে ছড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণকে সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০