ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১১:৩৪
ছবি: ফ্যাক্টওয়াচ

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, মোমবাতি হাতে এক বৃদ্ধার দুটি ছবি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, শতবর্ষী এই নারী ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, ছবিতে দেখানো এই নারীর নাম মায়া রাণি চক্রবর্তী, যার বয়স ৯০ বছর। গত বছরের ৯ আগস্ট কলকাতার আর জি কর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৌমিতা দেবনাথ নামের একজন নারী চিকিৎসককে গণধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা ১৪ আগস্ট ২০২৪ বুধবার পশ্চিমবঙ্গে ‘মেয়েরা রাত দখল করো’ নামের একটি প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করে। মায়া রাণি চক্রবর্তীও সেই পদযাত্রায় অংশ নিয়েছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো মূলত সেই সময়কার। এর সাথে শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০