‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:১৭
ছবি: বাংলাফ্যাক্ট

 

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : আজকের কণ্ঠ নামের একটি পেজ থেকে বিভিন্ন সময়ে গুজব ছড়ানো শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে নিয়মিত ফটোকার্ড এবং ভিডিও পোস্ট করা হচ্ছে। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো মূলধারার সংবাদ মাধ্যম। কিন্তু এ নামে কোনো নিবন্ধিত পত্রিকা নেই। পেজটির সাম্প্রতিক কিছু পোস্ট পর্যবেক্ষণ করে তাদের মধ্যে অন্তত তিনটিতে ভুয়া তথ্য ও গুজব খুঁজে পেয়েছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, পেজটিতে ৩৫ হাজার ফলোয়ার রয়েছে বর্তমানে। বাংলাফ্যাক্ট উক্ত পেজের ট্র্যান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখেছে, এটি ২০২৫ সালের ১৮ এপ্রিল চালু করা হয়েছিল। পেজটি বর্তমানে ৩জন অ্যাডমিন দ্বারা পরিচালিত হচ্ছে; যাদের মধ্যে একজনের লোকেশন বাংলাদেশে, অপর দুইজন নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র থেকে পেজটি পরিচালনা করছে। এছাড়াও একই নামে একটি বাংলা পেজেরও সন্ধান পাওয়া গেছে। যেটি গত ৯ আগস্ট চালু করা হয়।

পেজটির ওয়েবসাইটের ডোমেইন তথ্য যাচাই করে জানা গেছে, এটি ২০২৫ সালের ৩১ জুলাই নিবন্ধিত হয়েছে। ওয়েবসাইটটি গতমাসে চালু করা হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, তথ্য-উপাত্তের ভিত্তিতে স্পষ্ট যে ‘দৈনিক আজকের কণ্ঠ’ কোনো পত্রিকা নয় বরং পত্রিকার নামের আদলে তৈরি গুজব প্রচারের প্ল্যাটফর্ম।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পেয়েছে রিপাবলিকান পার্টি  
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ 
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক 
১০