ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ভিন্ন ছবি কর্ণফুলী ট্যানেল উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, ‘তিন বছর না যেতেই ঝরনার মত পানি পড়ছে দৃষ্টিনন্দন টানেলে’- এই তথ্যের সঙ্গে একটি টানেল-সদৃশ স্থানের ছবি দিয়ে জনকণ্ঠের লোগোসহ একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ফটোকার্ডটি ফেসবুকে শেয়ার হচ্ছে।
টানেলের ছবিটিকে কর্ণফুলী টানেলের ছবি বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি বান্দরবান বাসস্ট্যান্ড থেকে হাফেজঘোনা কেন্দ্রীয় বাস টার্মিনাল যাওয়ার পথে নির্মিত ৫০০ ফুট দৈর্ঘ্যের টানেলের ছবি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে।
এ সব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।