ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটের নয়া সড়কের মাহা শপিংমল লুটপাটের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে আবার ছড়ানো হয়েছে। এটাকে বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ওই ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং পুরোনো।
অনুসন্ধানে দেখা গেছে, ‘সিলেটে নয়া সড়কে মাহা শপিং মলে লুটপাট করছে কিছু টুকাই নামক সমন্বয়ক’ শিরোনামের একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়ানো হলেও এটি আসলে ২০২৪ সালের ঘটনা। আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটি ঝযধশরন অযসবফ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ৫ আগস্ট প্রথম প্রকাশিত হয়েছিল। সেখানে দেওয়া ক্যাপশনেও ২০২৪ সালে মাহা শপিংমলে ভাঙচুরের বিষয়টি উল্লেখ রয়েছে।
মূলধারার গণমাধ্যম ‘খবরের কাগজ’-এ প্রকাশিত এক প্রতিবেদনেও ২০২৪ সালে মাহাতে ভাঙচুরের ঘটনাটির তথ্য পাওয়া যায়।
বাংলাফ্যাক্ট বলেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান মাহাতে ভাঙচুরের ভিডিওকে সাম্প্রতিক বলে আবারো ইন্টারনেটে প্রচার করা হয়েছে যা বিভ্রান্তিকর।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।