বিএনপি নেতা আমীর খসরু ও আইন উপদেষ্টাকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত ফ্যাক্টওয়াচের

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আইন উপদেষ্টাকে জড়িয়ে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়, বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধমক দিচ্ছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের পর্যালোচনায় দেখা যায়, আমীর খসরু যাকে ধমকাচ্ছেন তিনি আসিফ নজরুল নন, তিনি বিএনপির আকন কুদ্দুস।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, ক্যামেরার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে চেয়ারে বসা আমীর খসরু রাগান্বিত হয়ে ধমকাচ্ছেন। ভিডিওতে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির মুখ দেখা যায় না। এটি একটি হলরুমে ধারণ করা ভিডিও, যেখানে এই দুজন ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।

হল রুমের পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয়, সেখানে কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে অনেকে জমায়েত হয়েছেন।’

ফ্যাক্টওয়াচ জানায়, ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে ‘নিউজ বরিশাল’-এর একটি ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশনে লেখা ছিল— ‘আমীর খসরু মাহমুদ চৌধুরী কেন মেজাজ হারালেন আকন কুদ্দুসের উপর’। পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রকৃত ঘটনাকে আড়াল করে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও ছড়ানোর অপচেষ্টা হয়েছে বলে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে।

সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এ ধরনের বিষয় সামনে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করা একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০