পুরনো ভিডিও দিয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবিতে শিবির ও ছাত্রদলের সংঘর্ষের দাবিটি মিথ্যা।

ডাকসু নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ চলছে দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়। এমনকি তা সাম্প্রতিক সময়েরও নয়। 

প্রকৃতপক্ষে, এটি গত ১৩ মার্চ সংঘটিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার ভিডিও। ভিডিওটির কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে গত ১৪ মার্চ ‘চবিতে ছাত্রদল ও বহিরাগতদের হামলা, সাধারণ শিক্ষার্থীরা আহত’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ফিচার ইমেজের সঙ্গে আলোচিত ভিডিওটির একটি নির্দিষ্ট ফ্রেমের সাদৃশ্য পাওয়ায় যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ মার্চ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলকর্মী ও বহিরাগতদের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সে সময় লিখিত অভিযোগ জমা দিয়ে ছিলেন ভুক্তভোগীরা।


বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, অনলাইন সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস’র ওয়েবসাইটেও গত ১৩ মার্চ এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তাছাড়া, ঘটনাটির ভিডিও ফুটেজ ডিবিসি নিউজ -এর ইউটিউব চ্যানেলে প্রচার হতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে নাশতার মামলা দায়ের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
১০