ভুয়া ফটোকার্ড ব্যবহার করে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পলক ও আইভীর জামিন পাওয়ার মিথ্যা তথ্য দিয়ে যমুনা টিভির নামে প্রচার করা ভুয়া ফটোকার্ড শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, পলক ও আইভীর জামিন পাওয়ার তথ্যটি মিথ্যা, যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।

বাংলাফ্যাক্ট জানায়, 'আইভির পর একই দিনে জামিনে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক’ এমন শিরোনামে যমুনা টিভির লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘আইভির পর একই দিনে জামিনে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। তাছাড়া, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন পাওয়ার তথ্যটিও সঠিক নয়।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে থাকা ৭ সেপ্টেম্বর তারিখের সূত্র ধরে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে আলোচিত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাডাও, বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন - যমুনা টিভির ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। এছাড়াও, যমুনা টিভি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আজ ৮ সেপ্টেম্বর আলোচিত ফটোকার্ডটি তাদের নয় উল্লেখ করে একটি পোস্ট করেন। মূলত, প্রযুক্তির সাহায্যে যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইনের আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

তাছাড়া, প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে জুনাইদ আহমেদ পলক ও ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন পাওয়ার সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

ফটোকার্ডের দাবিটি মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে নাশতার মামলা দায়ের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
১০