পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে ডাকসু নির্বাচন নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পুরোনো ঘটনার ভিডিও ছড়িয়ে ডাকসু নির্বাচন নিয়ে পুলিশ-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার মিথ্যা প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া বলে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের ভিন্ন ঘটনার।

বাংলাফ্যাক্ট জানায়, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ডাকসু নির্বাচন কে কেন্দ্র করে!’ - এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তাছাড়া, ভিডিওটির সঙ্গে ডাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে,  এটি ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিও।

ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক যায়যায়দিন-এর ফেসবুক পেজে ২০২৪ সালের ২২ অক্টোবর ‘বঙ্গভবনে পলিশ জনতা ধাওয়া পাল্টা ধাওয়া’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কালবেলা’র ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ অক্টোবর ‘বঙ্গভবনের সামনে পুলিশ-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া’ শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। বাংলাফ্যাক্ট জানায়, প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৪ সালের ২২ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো দাবিটি মিথ্যা এবং ভিডিওটি পুরোনো বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০