ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ হয়েছে বলে ছড়ানো একটি ভিডিওকে ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার দৃশ্য।

বাংলাফ্যাক্ট আরো জানায়, অনলাইনে ছড়ানো ভিডিওটিতে দাবি করা হয়েছে— ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট প্রত্যাখ্যান করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে। কিন্তু যাচাই করে দেখা গেছে, এটি আসলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার ভিডিও।

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওর কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান বাংলা আউটলুক-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য মেলে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ১৫ জুলাই ঢাবিতে জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় ছবিতে থাকা শিক্ষার্থী আহত হন।

একইভাবে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনেও ভিন্ন কোণ থেকে ধারণ করা একই দৃশ্য পাওয়া যায়। সেখানে বলা হয়, সেদিন জুলাই আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়।

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে ডাকসু নির্বাচনের ভোট প্রত্যাখান করে ছাত্রশিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে— এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ইন্টারনেটে ছড়ানো ভিডিওটি আসলে পুরোনো এবং প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০