ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভিন্ন ঘটনার একটি পুরোনো ভিডিও ফেসবুকে ছড়িয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। ফ্যাক্টওয়াচ বিষয়টি শনাক্ত করেছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হয়। সেখানে দাবি করা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলে বাধা দিলে আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সামনেই তাদের প্রতিরোধ করে। একই ভিডিও ক্লিপ আবার চাঁদপুরে জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে সংঘর্ষের দাবিতেও প্রচার করা হয়েছে।
৪ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ সম্পর্কে ফ্যাক্টওয়াচ বলছে, এটি আসলে গত ২৬ জুলাইয়ের ঘটনা। ওইদিন চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমা নগর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। রিভার্স ইমেজ সার্চে ভিডিওটি Tea Time News BD নামের একটি ইউটিউব চ্যানেলে হুবহু ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। সেখানে ২৭ জুলাই ভিডিওটি আপলোড করা হয় এবং ক্যাপশনে উল্লেখ থাকে এটি কচুয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ধারণ করা ভিডিও।
ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে ফ্যাক্টওয়াচ।