মার্কিন চাপের মুখে কলোম্বিয়ায় শান্তিরক্ষা সীমিত করার সিদ্ধান্ত জাতিসংঘের

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৩:৩২

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার যুক্তরাষ্ট্রের চাপের মুখে কলম্বিয়ায় তাদের শান্তিরক্ষা কার্যক্রম সীমিত করার পক্ষে ভোট দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নীতির সমালোচনা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়েছে, যেখানে ১২টি দেশ এর পক্ষে এবং দুটি দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল।  গৃহীত প্রস্তাবে জাতিসংঘ কলোম্বিয়ায় তাদের মিশনের মেয়াদ আরও এক বছর বাড়াবে। তবে সেখানে জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার সাথে সম্পর্কিত ধারাগুলো হ্রাস করা হবে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই হ্রাস প্রচেষ্টার প্রশংসা করেছেন, তবে প্রস্তাবটির প্রতি সরাসরি সমর্থন জানানো থেকে বিরত ছিলেন।

ওয়াল্টজ বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো কলোম্বিয়ার শান্তি প্রক্রিয়া নিয়ে গুরুতর সংশয় পোষণ করছে, যার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট এবং সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের শাস্তিমুক্ত থাকার ঝুঁকি।’

সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী হুয়ান ম্যানুয়েল সান্তোসের সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী এফএআরসি’র মধ্যে যুদ্ধবিরতির পর জাতিসংঘের এই মিশন গঠিত হয়েছিল। এর মূল কাজ ছিল শান্তিচুক্তির বাস্তবায়ন তদারকি করা, যার আওতায় হাজার হাজার গেরিলার নিরস্ত্রীকরণের ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে শুক্রবার, জাতিসংঘ যুক্তরাষ্ট্রকে ক্যারিবীয় অঞ্চলে জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানায়, যেখানে অন্তত ৬২ জন নিহত হয়েছে এমন নৌযানে, যেগুলোকে ওয়াশিংটন মাদক পাচারের কাজে ব্যবহৃত বলে অভিযোগ করেছে।

পেত্রো এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘জাতিসংঘ আমার কথাই পুনরাবৃত্তি করেছে: ক্যারিবীয় অঞ্চলে এই হামলাগুলো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
১০