নেপালের ভিডিওকে ফরিদপুরের ভাঙ্গার বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নেপালের ভিডিওকে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের ভিডিও বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসন পুনর্বিন্যাসে দু’টি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে কয়েকদিন ধরেই স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন। এ প্রেক্ষিতে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা সার্কিট হাউসে অগ্নিসংযোগ করেছেন।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আসলে ফরিদপুরের ঘটনা নয়। এটি গত ৯ সেপ্টেম্বর নেপালে যুব-আন্দোলন চলাকালীন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলির বাসভবনে বিক্ষোভকারীদের আগুন দেওয়ার ঘটনার দৃশ্য। আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা Press Trust of India এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, নেপালে যুব-আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি পদত্যাগ করেন, পরবর্তীতে বিক্ষোভকারীরা তার বাসভবনে আগুন দেন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, এসব তথ্যসূত্রে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে জানা যায়, গণমাধ্যম সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নেপালে ৮ সেপ্টেম্বর দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে যুব-আন্দোলনে ১৯ জন নিহত হন। পরদিন তীব্র বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন।

এদিকে, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সার্কিট হাউজ ভবন থাকার বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।

বাংলাফ্যাক্ট তাই নিশ্চিত করেছে, ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভকারীরা সার্কিট হাউসে অগ্নিসংযোগ করেছেন বলে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০