দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা দাবিতে ছড়ানো ভিডিওটি ৭ বছর আগের : রিউমার স্ক্যানার

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৬:০১

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা দাবিতে ছড়ানো ভিডিওটি সাত বছরের পুরোনো বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানার ফেক্টচেক অনুসন্ধান টিম জানায়, বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানার জানায়, 'দিল্লীতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনার 'আমি খুব শিগগিরই ঢাকায় ফিরছি' বার্তা দাবিতে ভাইরাল ভিডিওটি সাত বছর আগের।

ফ্যাক্টচেক করে রিউমার স্ক্যানার জানায়, 'দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা দাবিতে ছড়ানো ভিডিওটি ৭ বছরের পুরোনো। দিল্লীতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনা- 'আমি খুব শিগগিরই ঢাকায় ফিরছি। সবাই শান্ত থাকবা’ শীর্ষক দাবিতে ভিডিওটি ভাইরাল করা হলেও রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২০১৮ সালে জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগদানের সময় নিউ ইয়র্কের একটি হোটেলের পুরোনো একটি ঘটনা।

রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তী সরকার, সম্প্রতি খাগড়াছড়ি বিষয়ে, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজবসহ ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে।

এ ছাড়া, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পেয়েছে রিপাবলিকান পার্টি  
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ 
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১৪ মামলা
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২
১০