জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৬:০৪

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে টাঙ্গাইল  জেলা প্রশাসনের উদ্যোগে  ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক-এর কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রশাসন শরীফা হক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারসহ আরও অনেকে।

বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাসহ জুুলাই আন্দোলনকারী, শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার ভোরের আলো ফুটতেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। রেজিস্ট্রেশন শেষে সকাল সোয়া ৭টায় শুরু হয় ম্যারাথন দৌড়। জুলাই আন্দোলনকারী, শহীদ  পরিবারের সদস্যসহ প্রায় সাত শতাধিক মানুষ ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করেন।

জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া ম্যারাথনটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গিয়ে  শেষ হয়।

ম্যারাথনে শাহাদাত হোসেন প্রথম, রাকীব দ্বিতীয় এবং ফাহাদুল তৃতীয় হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০