ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৬:১০

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ ম্যারাথন আয়োজন করে।

আজ শুক্রবার সকাল ৭টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ  ম্যারাথন শুরু হয়।

ম্যারাথনে ঝিনাইদহের প্রায় ২শ প্রতিযোগী অংশ নেয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা শহরের সার্কিট হাউজ, গীতাঞ্জলি ও হোসনে শহীদ সোহরাওয়ার্দী সড়ক ঘুরে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এসে পৌঁছায়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথিলা ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা। 
ম্যারাথনে ছেলেদের মধ্যে মো. আশিকুর রহমান এবং মেয়েদের মধ্যে নাদিয়া প্রথম স্থান অধিকার করেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফায় কি রয়েছে
মনের মতো ইলিশ না পেয়ে হতাশ ক্রেতা-বিক্রেতারা
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
রাজবাড়ীতে বালিয়াকান্দি সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী পালিত
ড্রোন আতঙ্কে আবারও বন্ধ জার্মানির মিউনিখ বিমানবন্দর
আয়ারল্যান্ডে ঝড়ে একজনের মৃত্যু
যশোরে বিএনপি নেতা মোহাম্মদ মুসার ইন্তেকাল
বরিশালে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে সংরক্ষণ অভিযান শুরু 
পূজার ছুটি শেষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
পটুয়াখালীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ ২২ দিন বন্ধ থাকবে
১০