জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:১০ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ০০:০২

চট্টগ্রাম, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে প্রায় ৬৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। সাধারণ শিক্ষার্থী, জুলাই আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এ প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের  বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। 

প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা দেন। জেলা প্রশাসক ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০