জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:১০ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ০০:০২

চট্টগ্রাম, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে প্রায় ৬৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। সাধারণ শিক্ষার্থী, জুলাই আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এ প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের  বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। 

প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা দেন। জেলা প্রশাসক ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০