জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:১০ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ০০:০২

চট্টগ্রাম, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে প্রায় ৬৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। সাধারণ শিক্ষার্থী, জুলাই আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এ প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের  বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। 

প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা দেন। জেলা প্রশাসক ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।  এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০