জুলাই গণ-অভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২০:১৫ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ০০:০২

রাজশাহী, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ ম্যারাথনের উদ্বোধন করেন  জুলাই আন্দোলনে শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক।

এ সময় তিনি বলেন, ‘জুলাইয়ের যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, সেটিই আমাদের চলার পথের প্রেরণা। যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের যে মনের বাসনা, তা বর্তমান ও আগামী সরকার এবং প্রশাসন নিশ্চয়ই বাস্তবায়ন করবেন- আমি এ আশাই করি।’

ম্যারাথনে উপস্থিত ছিলেন  রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, শহীদ মিনারুল ইসলামের স্ত্রী নূরেসান খাতুন শম্পা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ম্যারাথনটি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরের সিঅ্যান্ডবি মোড় হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০