কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে বীচ চুকবল প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ২০:৩১

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ পালন উপলক্ষ্যে আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে বীচ চুকবল প্রশিক্ষণ কর্মসূচী।

বিকাল ৩টায় কক্সবাজার সুগন্ধা বীচে প্রধান অতিথি হিসেবে বীচ চুকবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত ডিআইজি এবং টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন প্রধান আপেল মাহমুদ। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের মধ্যে প্রতিযোগিতার মনোভাব এবং শৃঙ্খলা জাগ্রত হয় এবং এর মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় তিনি আসন্ন ৩য় ওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন।

বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য নাসির উল্লাহ লাবলুর সভাপতিত্বে তারুণ্যর উৎসব বীচ চুকবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সোহেল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও তারুণ্যর উৎসব বীচ চুকবল প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কারী রায়হান উদ্দিন রুবেল।

১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছেন জাতীয় চুকবল দলের খেলোয়াড় ও প্রশিক্ষক মো: আলমগীর এবং মো: আরাফাত রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিহতের প্রতি শোক জানিয়ে সকলে কালো শোক ব্যাজ পরিধান করেন এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও নিহতের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের আশু আরোগ্য কামনায় দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ
দেশ ছাড়লে ‘পলাতক’ হিসেবে গণ্য হবেন ভেনিজুয়েলার নোবেলজয়ী মাশাদো
১০