নড়াইলে কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগ শুরু

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬ আপডেট: : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় আজ থেকে নড়াইলে শুরু হয়েছে কিউট জেলা ভিত্তিক পুরুষ হ্যান্ডবল লিগ। 

তারুণ্যের উৎসব উপলক্ষে বছরব্যাপী ১৩টি জেলায় পুরুষ এবং ৭টি জেলায় নারী হ্যান্ডবল লিগ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। সেই পরিকল্পনার আলোকে নড়াইল জেলার আয়োজনে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই লিগ অনুষ্ঠিত হবে।

আগামীকাল নড়াইল জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ সচিব লিংকন বিশ্বাস।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল জেলা ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: কামরুজ্জামান। 

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। 

নড়াইল জেলার পুরুষ হ্যান্ডবল লিগে মোট ২৪টি ক্লাব অংশগ্রহণ করবে। ১১ দিনব্যাপী লিগের সকল খেলা নড়াইল জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

অংশগ্রহণকারী দলগুলো হলো : বিবিএস খেলোয়াড় কল্যান সমিতি, উদয়ন ক্লাব, এস এম সুলতান স্পোর্টিং ক্লাব, কমলাপুর আদর্শ যুব সংঘ, পি সি ক্লাব, হ্যান্ডবল খেলোয়াড় কল্যাণ সমিতি, টেবিল টেনিস সংস্থা, শাহাবাদ ফ্লাইং বার্ডস, ব্রাইট স্টার, কামাল প্রতাপ তরুণ সংঘ, অগ্রণী সংঘ, পলি স্মৃতি সংসদ, টেবিল টেনিস খেলোয়াড় কল্যাণ সমিতি, ইয়ং প্যাগাসাস ক্লাব, চিত্রা ক্রীড়া সংস্থা, কাজী সুমন ক্রিকেট একাডেমি, ইউনিক যুব সমাজকল্যাণ ক্রীড়া সংঘ, রেনেসা একাদশ, তুষার স্মৃতি সংসদ, নিউ ফ্রেন্ডস ক্লাব, এগিয়ে চলো ফুটবল একাডেমি, রাইজিং স্টার ফুটবল একাডেমি, রাজ্জাক স্পোর্টস একাডেমি, চারিখাদ্য সৃজনী সংঘ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
টেক্সাসে গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো রোধে বিল পাস
ইতালিয়ান ফ্যাশন আইকন জর্জিও আরমানি আর নেই
১০