
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক।
সিলেটে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল বাংলাদেশ। ঐ টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
একটি পরিবর্তন হয়েছে আয়ারল্যান্ড একাদশে। ক্রেইগ ইয়ংয়ের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন গ্যাভিন হোয়ে।
এখন পর্যন্ত টেস্টে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। দুই ম্যাচই জিতেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্র বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার।