
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নততর সংস্করণ দিতে ও দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা অধিকতর টেকসই করার জন্য মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে ১০৫ মিলিয়ন ডলারের যন্ত্রাংশ ও সরঞ্জাম বিক্রি অনুমোদন করেছে।
রাশিয়া তার এই দুর্বল প্রতিবেশী রাষ্ট্রের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাওয়ার পর, এই অনুমোদন দেওয়া হল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা কংগ্রেসকে প্যাট্রিয়টের যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও পরিষেবার চুক্তি সম্পর্কে অবহিত করেছে।
এই চুক্তির ওপরই ইউক্রেনে রাশিয়া থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার বিষয়টি নির্ভর করছে।
এই বিক্রয় চুক্তির মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থাটির এম-৯০১ থেকে এম-৯০৩ লঞ্চারে উন্নীত করা অন্তর্ভুক্ত রয়েছে। এম-৯০১ এর চেয়ে এম-৯০৩ একবারে আরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রস্তাবিত বিক্রয় বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইউক্রেনের সক্ষমতা বৃদ্ধি করবে।’
এই প্যাট্রিয়ট আপগ্রেড পাওয়ার জন্য ইউক্রেন অর্থ প্রদান করবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ প্রায় ৬৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের আহ্বান সত্ত্বেও, রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আবেদন প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।
কূটনৈতিক প্রচেষ্টায় মার্কিন সম্পৃক্ততা পুনরুজ্জীবিত করার জন্য জেলেনস্কি বুধবার তুরস্ক সফরে যাচ্ছেন।
জেলেনস্কি গত মাসে বলেন, রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণ প্রতিহত করার জন্য, ইউক্রেনের আরও ২৫টি প্যাট্রিয়ট সিস্টেমের প্রয়োজন।