কুয়াকাটায় মাদক বিরোধী অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩০
গাঁজা সেবনের অভিযোগে কুয়াকাটা টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

পটুয়াখালী, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অধীনে গাঁজা সেবনের অভিযোগে কুয়াকাটা টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 

তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন; সাগর পাটোয়ারী (৩৬) ও ফারুক হাওলাদার (৩৮)।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

আদালত সূত্রে জানা যায়, কুয়াকাটা টার্মিনাল এলাকায় গাঁজা সেবনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
বরিশালে ১০ মেধাবী শিক্ষার্থী পেল ‘মনোরমা বসু মাসিমা শিক্ষাবৃত্তি’ 
বিজয় দিবস ঘিরে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান সিইসির
‘খাসোগি হত্যার বিষয়ে' কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প 
পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিএনপির পক্ষে গণজোয়ার এসেছে : এ্যাড. দীপেন দেওয়ান
আস্থার সংকটে বিদেশমুখী হচ্ছেন রোগীরা : ডা. শাকিল গনি
ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর
১০