
রাজশাহী, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীর বাগমারায় হত্যা মামলার পলাতক আসামি সাগর প্রামাণিককে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত সাগর নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে তাকে গোয়ালবাড়ী গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করে হত্যা করে আসামি আমিনুল ইসলাম অরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে দেয়। পরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি আমিরুলকে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে আসামিরা।
এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করে। ঘটনার পরপর আসামিরা আত্মগোপনে চলে যায়। আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এর ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে নওগাঁর গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অন্যতম আসামি সাগরকে গ্রেপ্তার করে। এর আগে র্যাব আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। আসামিকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।