প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে সামগ্রিক চিকিৎসায় বিরাট পরিবর্তন আসবে: বিএমইউ উপাচার্য

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৮:০০
ছবি : বাসস

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, প্রমাণভিত্তিক চিকিৎসাকে ছড়িয়ে দিতে পারলে সামগ্রিক চিকিৎসায় বিরাট পরিবর্তন আসবে। আর প্রমাণভিত্তিক চিকিৎসা হলো সত্যের সাক্ষ্য। চিকিৎসকরা যদি তাদের ব্যবস্থাপত্রে সঠিক নির্দেশনা এবং প্রমাণভিত্তিক চিকিৎসাকে অনুসরণ করে ওষুধ লিখেন ও ওষুধ দেন তবে রোগীরা যেমন সঠিক চিকিৎসাসেবা পাবেন, চিকিৎসক সমাজের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও বড় অবদান রাখবে।

আজ মঙ্গলবার বিএমইউ’তে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় বিএমইউ’র ফিটোমেটারনাল মেডিসিন বিভাগ, কার্ডিওলজি বিভাগ, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ডিপার্টমেন্টাল কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির ২০ জন সদস্য অংশ নিচ্ছেন।

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এভিডেন্স বেইজড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। নতুন জ্ঞান আহরণ, গুণগত মানসম্মত চিকিৎসা শিক্ষার প্রসার, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা, রোগীসহ জনস্বার্থ রক্ষা করা, যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা, রোগীদের দুর্ভোগ লাঘবসহ বিভিন্ন বিষয়ে প্রমাণভিত্তিক চিকিৎসার অবদান অপরিসীম।

উদ্বোধনী দিনে রিসোর্স পারসনস হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম ও বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিটোমেটারনাল মেডিসিন বিভাগের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সদস্য অধ্যাপক ডা. নাহরীন আখতার, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন, সদস্য অধ্যাপক ডা. সৈয়দা সাঈদা, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দা নাজলী মোস্তফা, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভাপতি অধ্যাপক ডা. আফরোজা বেগম প্রমুখ অংশ নেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী।

উল্লেখ্য, এভিডেন্স বেইজড মেডিসিন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা রোগীর চিকিৎসায় সর্বোত্তম বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ, চিকিৎসকের অভিজ্ঞতা এবং রোগীর পছন্দ ও মূল্যবোধকে একত্রিত করে ব্যবহার করা হয়। এটি চিকিৎসাকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০