সিলেট, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৩ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। এই নিয়ে সিলেট বিভাগে চলতি বছর ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যাদের ৯ জন শনাক্ত হয়েছে গত এক সপ্তাহে। বর্তমানে ৫ জন সিলেট নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৩ জন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন।
বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২১ জন, সুনামগঞ্জে ৭ জন, মৌলভীবাজার জেলায় ১৫ জন এবং হবিগঞ্জে ২৮ জন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে সিলেট বিভাগে কেউ মারা যাননি।
এদিকে, ডেঙ্গুর প্রকোপ বাড়লেও গত কয়েক দিনে সিলেটে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩ জন। অন্যরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।