গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৫

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৯:১৩

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এছাড়া এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরো ৩২৫ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০৬ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ৭৩৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২২ হাজার ৩০৪ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিনটি এলাকায় অভিযানে ২৩৭০ সংযোগ বিচ্ছিন্ন
মহাখালীতে হাসপাতাল নির্মাণ ও সংস্কারে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না : এম. আবদুল্লাহ
বিজিবি’র অভিযানে জুলাই মাসে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
৪৮তম বিশেষ বিসিএসের ৪র্থ ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
১০