গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:১৮

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়া এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৪৩৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৩ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৫ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪ হাজার ৬১৭ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৩ হাজার ২৬৩ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে
না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সুযোগ বাতিলসহ আরপিও সংশোধনী চূড়ান্ত
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
পাকিস্তানে খাল সংস্কারকালে ভূমিধসে নিহত ৭
সাতক্ষীরায় মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সমাবেশ  
বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 
চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১ নভেম্বর
১০