ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া হার্টের রিংয়ের (স্টেন্ট) নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন এ কথা জানান।
তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শে ওষুধ প্রশাসন অধিদপ্তর পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ বা নতুনভাবে নির্ধারণের কাজ চালিয়ে যাবে।
নতুন দামে হার্টের রিং রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলেও জানান আকতার হোসেন।
৩ থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমিয়ে গত ৩ আগস্ট তিনটি কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম নির্ধারণ করে সরকার।