শেরপুর, ১৪ আগস্ট ২০২৫ (বাসস): শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির জেলা পর্যায়ের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সিভিল সার্জন অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন অফিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভিসহ অন্যান্য উন্নয়ন সংস্থাগুলো সহযোগিতা করে।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে করণীয় ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় টাইফয়েড প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং নির্ধারিত সময়ে টিকা গ্রহণে উৎসাহিত করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এসএম মোহাই মোনুল ইসলামসহ স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশীদার, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।