ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৪৬৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪১ জন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৬ হাজার ৩৭৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৫ হাজার ১১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।