মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২৩:২১

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষিকা নিশি আক্তারকে (২৯) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আজ ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে আহতদের মধ্যে ১৫ জনকে ছাড়পত্র দেয়া হল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার আজ রোববার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষিকা নিশি আক্তারের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেয়া হয়। সুস্থ হওয়ার পর এ পর্যন্ত চিকিৎসাধীন ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করা যাচ্ছে, বাকিরাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

তিনি আরও জানান, যাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রয়োজনে তারা পরবর্তীতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে চিকিৎসা নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী অপারেশন করাতেও পারবেন।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতাু২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত
চলতি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ৯.৬ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন
ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
স্থায়ী যুদ্ধবিরতির বল ‘আফগান তালেবানের কোর্টে’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
মাদাগাস্কারের প্রেসিডেন্টকেকে পালিয়ে যেতে সহায়তা, ক্ষমতা দখল করলো যে কর্নেল
১০