জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:৪৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে দুইদিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। ছবি : জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে দুইদিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে এই চক্ষু শিবির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর আয়োজিত এই চক্ষু শিবিরে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ঢাকা আই কেয়ার হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। চক্ষু শিবিরের প্রথম দিন চিকিৎসকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যা বিশেষ করে ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেয়া হয়।

চক্ষু শিবিরের উদ্বোধন করে ভাইস-চ্যান্সেলর বলেন, কর্মদক্ষতা ধরে রাখতে শারীরিক সুস্থতার বিকল্প নেই। এখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই বিনামূল্যের চক্ষু শিবির বড় ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম বাড়ানোর জন্য নির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতাু২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত
চলতি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ৯.৬ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন
ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
স্থায়ী যুদ্ধবিরতির বল ‘আফগান তালেবানের কোর্টে’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
মাদাগাস্কারের প্রেসিডেন্টকেকে পালিয়ে যেতে সহায়তা, ক্ষমতা দখল করলো যে কর্নেল
১০