জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:৪৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে দুইদিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। ছবি : জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে দুইদিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে এই চক্ষু শিবির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর আয়োজিত এই চক্ষু শিবিরে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ঢাকা আই কেয়ার হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। চক্ষু শিবিরের প্রথম দিন চিকিৎসকগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যা বিশেষ করে ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেয়া হয়।

চক্ষু শিবিরের উদ্বোধন করে ভাইস-চ্যান্সেলর বলেন, কর্মদক্ষতা ধরে রাখতে শারীরিক সুস্থতার বিকল্প নেই। এখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই বিনামূল্যের চক্ষু শিবির বড় ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম বাড়ানোর জন্য নির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ২০২৫ সালের পাঁচ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা
নোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ২,২৪৪  মামলা 
চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট
এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
জুলাই সনদের স্বার্থকর্তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর : ড. বদিউল আলম 
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দলে তিনটি পরিবর্তন
সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে এক বিচারপতির বিষয়ে চূড়ান্ত শুনানী সম্পন্ন
অক্সফোর্ডের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক তারিকুল ইসলাম
১০