চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও চিকুনগুনিয়ায় ৫৬ জন আক্রান্ত

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:০৩

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৯ ও চিকুনগুনিয়ায় ৫৬ জন আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৪৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৬২৪ জন এবং এ বছর মোট আক্রান্তের মধ্যে ৭৬৪ জন নগরীর এবং ৭৩৫ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৭৮৮ জন পুরুষ, ৪৫৭ জন নারী ও ২৫৪ জন শিশু রয়েছে।

অন্যদিকে চলতি বছর চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৪৬৪ জন, নারী ১ হাজার ৯৩ জন ও শিশু আক্রান্ত হয়েছে ১৮৭ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৭৩৫ ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ২৫৩, বাঁশখালীতে ১৪৫, লোহাগাড়ায় ৬৬, সাতকানিয়ায় ৪৮, আনোয়ারায় ৬৪, রাউজানে ৩০, কর্ণফুলীতে ২২, পটিয়ায় ১৯, মীরসরাইয়ে ১৪, হাটহাজারীতে ১৯, চন্দনাইশে ১৭, বোয়ালখালীতে ১০, রাঙ্গুনিয়ায় ৯, ফটিকছড়িতে ১০ ও সন্দ্বীপে ৯ জন রয়েছে।

চট্টগ্রামে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। এর আগের বছর ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
গাজীপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
১০