শরীয়তপুর, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কমিউিনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেল আড়াইটায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. আকতারুজ্জামান।
সেমিানারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরিয়তপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ওয়াহিদ হোসেন, সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন, উপসচিব ও উপপরিচালাক স্থানীয় সরকার বিভাগ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক, বিএসএস সাংবাদিক মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দরা।