নীলফামারী, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ডায়াবেটিস সমিতির উদ্যোগে ডায়াবেটিস হাসপাতালে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় ২০৬ জনের পরীক্ষা করা হলে ২৭ জনের ডায়াবেটিস শনাক্ত হয়। তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এর আগে সকালে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী। হাসপাতালের সমন্বয়কারী আবু ঈমামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আনোয়ারুল করিম, সমিতির অর্থ সম্পাদক ডা. আব্দুল মজিদ, হাসপাতালের চিকিৎসক জয়শ্রী রানী সরকার, মাহাদী হাসান প্রমুখ।
হাসপাতালের সমন্বয়কারী আবু ঈমাম বলেন, গত ৬ সেপ্টেম্বর জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৬তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস ছিল। এ উপলক্ষে নীলফামারী ডায়াবেটিক সমিতি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা সেবা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে।