দেশে গর্ভধারণকালে ও সন্তান জন্ম দানের পর ৬৬ ভাগ নারী বিষণ্নতা ও উদ্বেগে ভোগেন

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৯

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গর্ভধারণকালে এবং সন্তান জন্ম দানের পর ৬৬ শতাংশ নারী বিষণ্নতা ও উদ্বেগে ভোগেন। সম্প্রতি আইসিডিডিআর,বি-র অ্যাডসার্চ প্রকল্পের এক গবেষণায় বাংলাদেশে গর্ভবতী ও প্রসূতি নারীদের মানসিক স্বাস্থ্যের উদ্বেগজনক এসব তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষকরা এ সব তথ্য জানান। 

গবেষকরা বলেন, গর্ভবতী ও প্রসূতি নারীদের মানসিক স্বাস্থ্যের ওপর এই গবেষণাকালে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশের ৭টি জেলা হাসপাতাল ও উপজেলা সদর হাসপাতালে ৭,৫০০ জনকে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ৫,৬০০ জন নারী সেবা গ্রহণ করেন।

বিষণ্নতায় আক্রান্ত নারীদের মধ্যে দীর্ঘস্থায়ী দুঃখবোধ, ঘুমের ব্যাঘাত, কাজের আগ্রহ ও আনন্দ হারানো, ক্লান্তি, নিজেকে দোষারোপ, খাবারে অরুচি, মনোযোগের অভাব এবং কখনো কখনো আত্মহত্যার চিন্তার মতো উপসর্গ পাওয়া গেছে। অন্যদিকে উদ্বেগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে ছিল স্নায়বিক অস্থিরতা, নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়, অতিরিক্ত দুশ্চিন্তা, হঠাৎ ভয় পাওয়া ও অস্থিরতা। পর্যবেক্ষণ করা নারীরা অ্যাডসার্চ প্রকল্পের মনস্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলবিং সেন্টার থেকে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছিলেন।

গবেষকরা জানান, দেশে প্রয়োজনের তুলনায় মানসিক চিকিৎসক অত্যন্ত অপ্রতুল। বর্তমানে বাংলাদেশে মানসিক চিকিৎসক রয়েছেন মাত্র ২৬০ জন, অর্থাৎ প্রতি দশ লাখ মানুষের জন্য দুই জনেরও কম ডাক্তার। মনোবিজ্ঞানীর সংখ্যা ৫৬৫ জন, অর্থাৎ প্রতি দশ লাখ মানুষের জন্য চার জনেরও কম। এর অধিকাংশই শহরে অবস্থান করেন। ফলে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সরাসরি মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডিডিআর,বি-র মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিভিশন ডিরেক্টর ডা. আনিসুর রহমান। বৈজ্ঞানিক সেশনে নারীদের মানসিক স্বাস্থ্য ও সমাধান উপস্থাপন করেন আইসিডিডিআর,বি-র সায়েন্টিস্ট ডা. আহমেদ এহসানূর রহমান ও অ্যাসিস্টেন্ট সায়েন্টিস্ট ডা. সাহার রাজা। অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আনীকা তাসনিম হোসেন টেলিমেন্টাল হেলথ সেবার মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার উপায় তুলে ধরেন। অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অতিরিক্ত সচিব কাজী দেলোয়ার হোসেন, লাইন ডিরেক্টর ডা. সৈয়দ জাকির হোসেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ-এর পরিচালক প্রফেসর ডা. মো. মাহবুবুর রহমান, কানাডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ডেভেলপমেন্ট (হেলথ) এডওয়ার্ড ক্যাবেরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অ্যাডসার্চ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ও আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ড. শামস এল আরেফিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০