অস্ট্রেলিয়ায় কোয়ালার ক্ল্যামিডিয়া টিকার অনুমোদন

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা আজ বুধবার জানিয়েছে, সে দেশে বন্যপ্রাণী কোয়ালার জন্য ‘ক্ল্যামিডিয়া টিকা’র অনুমোদন দেওয়া হয়েছে। 

গবেষকরা জানিয়েছেন, সে দেশের বনাঞ্চলে থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী কোয়ালার প্রায় অর্ধেক মৃত্যুর জন্য দায়ী যৌনবাহিত সংক্রামক রোগ ক্ল্যামিডিয়া। এই টিকা রোগটি নির্মূলে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদী তারা।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত এক দশক ধরে সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্ল্যামিডিয়া টিকার পরীক্ষা চালিয়ে আসছেন। দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের পর এখন টিকাটির সিঙ্গেল ডোজ জাতীয়ভাবে চালু করা যেতে পারে বলে তারা মনে করেন।

ক্ল্যামিডিয়া টিকা নিয়ে প্রধান গবেষক অধ্যাপক পিটার টিমস বলেন, রোগটি বন্য কোয়ালাদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে এবং নিউ সাউথ ওয়েলসে কোয়ালারা এ রোগে বেশি আক্রান্ত হয়।

তিনি আরো বলেন, এইসব অঞ্চলে কোয়ালার মধ্যে সংক্রমণের হার প্রায় সময়ই ৫০ শতাংশের কাছাকাছি থাকে এবং কিছু ক্ষেত্রে তা ৭০ শতাংশ পর্যন্ত উন্নীত হয়।

প্রায় ৫০ বছর আগে কোয়ালার মধ্যে ক্ল্যামিডিয়া সংক্রমণ প্রথম শনাক্ত হয়েছিল। রোগটিতে আক্রান্ত হওয়ার ফলে কোয়ালারা অন্ধ, মূত্রাশয়ের সমস্যা, বন্ধ্যা হয়ে যাওয়া, এমনকি তাদের মৃত্যুও ঘটে। রোগটি অস্ট্রেলিয়ায় কোয়ালা প্রজাতির টিকে থাকার ওপর বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতাু২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত
চলতি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ৯.৬ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন
ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৫
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
স্থায়ী যুদ্ধবিরতির বল ‘আফগান তালেবানের কোর্টে’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
মাদাগাস্কারের প্রেসিডেন্টকেকে পালিয়ে যেতে সহায়তা, ক্ষমতা দখল করলো যে কর্নেল
১০