অস্ট্রেলিয়ায় কোয়ালার ক্ল্যামিডিয়া টিকার অনুমোদন

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা আজ বুধবার জানিয়েছে, সে দেশে বন্যপ্রাণী কোয়ালার জন্য ‘ক্ল্যামিডিয়া টিকা’র অনুমোদন দেওয়া হয়েছে। 

গবেষকরা জানিয়েছেন, সে দেশের বনাঞ্চলে থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী কোয়ালার প্রায় অর্ধেক মৃত্যুর জন্য দায়ী যৌনবাহিত সংক্রামক রোগ ক্ল্যামিডিয়া। এই টিকা রোগটি নির্মূলে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদী তারা।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত এক দশক ধরে সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্ল্যামিডিয়া টিকার পরীক্ষা চালিয়ে আসছেন। দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের পর এখন টিকাটির সিঙ্গেল ডোজ জাতীয়ভাবে চালু করা যেতে পারে বলে তারা মনে করেন।

ক্ল্যামিডিয়া টিকা নিয়ে প্রধান গবেষক অধ্যাপক পিটার টিমস বলেন, রোগটি বন্য কোয়ালাদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে এবং নিউ সাউথ ওয়েলসে কোয়ালারা এ রোগে বেশি আক্রান্ত হয়।

তিনি আরো বলেন, এইসব অঞ্চলে কোয়ালার মধ্যে সংক্রমণের হার প্রায় সময়ই ৫০ শতাংশের কাছাকাছি থাকে এবং কিছু ক্ষেত্রে তা ৭০ শতাংশ পর্যন্ত উন্নীত হয়।

প্রায় ৫০ বছর আগে কোয়ালার মধ্যে ক্ল্যামিডিয়া সংক্রমণ প্রথম শনাক্ত হয়েছিল। রোগটিতে আক্রান্ত হওয়ার ফলে কোয়ালারা অন্ধ, মূত্রাশয়ের সমস্যা, বন্ধ্যা হয়ে যাওয়া, এমনকি তাদের মৃত্যুও ঘটে। রোগটি অস্ট্রেলিয়ায় কোয়ালা প্রজাতির টিকে থাকার ওপর বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই : চসিক মেয়র 
পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রস্তুত : মার্কিন কর্মকর্তা
১০