চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮

চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৪৩ জন এবং চিকুনগুনিয়ায় ২৯ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বিআইটিআইডিতে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৭ জন। গেল আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ২৮৬ জন আক্রান্ত হন।

চলতি বছর আক্রান্তদের মধ্যে ৯৭৬ জন নগরীর এবং ৮৯০ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৯৯০ জন পুরুষ, ৫৬৪ জন নারী ও ৩১২ জন শিশু রয়েছে।

অপরদিকে, চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে শিশু ২২৫ জন, পুরুষ ১ হাজার ৬৮৯ জন, নারী ১ হাজার ২৬৩ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৮৯০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ৩২১ জন, বাঁশখালীতে ১৫৯ জন, আনোয়ারায় ৮১ জন, লোহাগাড়ায় ৮১ জন, সাতকানিয়ায় ৫৬ জন, রাউজানে ৩২ জন, কর্ণফুলীতে ২৯ জন, হাটহাজারীতে ২৬ জন, চন্দনাইশে ২৪ জন, পটিয়ায় ২০ জন, মীরসরাইয়ে ১৫ জন, বোয়ালখালীতে ১০ ও ফটিকছড়িতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ১২ জন ও সন্দ্বীপে ১০ জন রয়েছেন।


 

Copyright © • BSS DASHBOARD • A

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই : চসিক মেয়র 
পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রস্তুত : মার্কিন কর্মকর্তা
সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
মোজাম্বিকে সন্ত্রাস দমন বাহিনীর গুলিতে ১৬ জেলে নিহত
চীনকে প্রতিহত করার চেষ্টা ‘নিরর্থক’ : চীনা প্রতিরক্ষামন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষিত জাকসু নির্বাচন আগামীকাল
১০